
গরমে নাজেহাল অবস্থা বাড়ির ছোট থেকে বড়-প্রত্যেকেরই। কী পরব, কী খাব, কীভাবে ভালো থাকব, তা ভেবেই অস্থির বাড়ির সদস্যরা। সবথেকে বেশি কষ্ট ছোটদের। ওরা নিজেদের কষ্ট অনেক সময়ই বুঝিয়ে বলতে পারে না। সেক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। তাই এবার আলোচনা করা হল কী ধরনের পোশাক ছোটদের পরালে তাদের কষ্ট কম হবে।
১) সুতির কাপড়ের পোশাক পরান ছোটদের। শিশুরা যেহেতু বেশি ছোটাছুটি করে তাই ঘাম হয় বেশি। সুতির কাপড় দ্রুত ঘাম শুষে নিতে পারে। যতটা সম্ভব পাতলা, নরম কাপড়ের পোশাক বেছে রাখুন সন্তানের জন্য।
২) আকাশি, হালকা সবুজ, হালকা গোলাপি, সাদা, ধূসর, বাদামি-হালকা রংয়ের ছাপা বা প্রিন্টেড পোশাক বেছে নিতে পারেন। এতে শিশুদের দেখতে বেশ ভালো লাগে, আরামও পায়। রঙিন পোশাক পরালে ব্লক বা বাটিকের পাতলা সুতি বেছে নিতে পারেন। ফুল, পাতা, পাখি, জ্যামিতিক নকশা বা বল প্রিন্টের পোশাক পরাতে পারেন।
৩) বাচ্চা ছেলেদের জন্য সুতি কাপড়ের হাফ হাতা বা হাতা কাটা ফতুয়া, শার্ট, টি-শার্ট আর মেয়েদের জন্য সুতি বা লিনেনের ফ্রক, স্কার্ট, শার্ট, টি-শার্ট বেছে নিতে পারেন।
তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনার সন্তানকে যাই পরান না কেন, তা যেন কোনওভাবেই গায়ের সঙ্গে আঁটোসাঁটোভাবে না থাকে, যেন ঢিলেঢালা থাকে। শিশুরা যেন অস্বস্তি বোধ না করে।